তেলকুপি উচ্চ বিদ্যালয়ের পরিচিতি

নামঃ তেলকুপি উচ্চ বিদ্যালয়।

সংক্ষিপ্ত বর্ননাঃ তেলকুপি উচ্চ বিদ্যালয়টি চাঁপাই নবাবগঞ্জ জেলাস্থ শিবগঞ্জ উপজেলা অধীন ২ন

নং শাহাবাজপুর ইউনিয়ন ভূক্ত তেলকুপি মৌজার গ্রাম্য মনোরম পরিবেশে পাগলা নদীর পশ্চিম তীরে ১৬২ শতক জমির উপর অবস্থিত। ১৯৮৬ সালে অত্র এলাকার জনসাধারনের সাহায্য ও সহযোগিতায়  গড়ে উঠে। ১৯৯০ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৯৪ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি মোট ৩ টি (তিন) ভবন ১ নং ভবন এক তলা ২ টি ঘর, ২নং ভবন টিনের চালা ৫ টি ঘর, এবং ৩নং ভবন দ্বিতলা ৪টি ঘর। একটি অফিস ঘর একটি ছাত্রী কমনরুম, একটি বিজ্ঞান ল্যাব, একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব  এবং ৭ টি শ্রেণী কক্ষ রয়েছে।  

প্রতিষ্ঠাকালঃ ০১/০১/ ১৯৮৬ ইং

প্রতিষ্ঠাতাঃ এ্যাডভোকেট মোঃ কেতাব উদ্দীন ।

ইতিহাসঃ ১৯৮৬ সালে অত্র এলাকার জনসাধারনের সাহায্য ও সহযোগিতায়  গড়ে উঠে।১৯৯০ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৯৪ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে।